//ঋণী জীবনের কেন প্রবৃত্তি!//


অগ্রিম দেব নাকি পরে দেব
ঠিক করবার আমি কে!
পরে যদি দিতে চাই ক্রয় করে
কম বিক্রেতা মানবে!


পরে দেওয়া তার একটাই মানে
সে তো রাখা বাকী, জানি
বাকী রাখবার বিচার যে কার!
ক্রেতা নয়, তাও জানি|


ডেবিট ক্রেডিট বেশ তো শিখেছি
শিখেই ভেবেছি লাভ
টাকা আছে তাও খরচ করিনা
ক্রেডিট আজ স্বভাব|


পরে দিলে, দিতে হয় কিছু বেশী
সহজে স্বীকার করি
প্রতি মাসে দিই এক এক কিস্তি
নয় জরিমানা ভরি|


অনেক বছর কিস্তির পরে
বিরক্তি আসে মনে
হিসাবের পর হিসাব করেই
বুঝি, আমি ভুল বনে|


কিনতে গেলেই টাকার প্রশ্ন
কেনা যে হয়না দান
হয় আগে দেওয়া, কিংবা তা পরে
লেনদেন পায় সন্মান|


পরে দেওয়া হলে, হতে হয় ঋণী
সেটা কি হবেই কাম্য!
কেনা যদি হয় নগদে নগদে
জীবন হবেই রম্য|


ঋণী জীবনের কেন প্রবৃত্তি!
এই প্রশ্ন কী সমীচীন!
ঋণ বা নগদ, স্বকীয় ইচ্ছা
ইচ্ছা হলেই ঋণ|


সুবীর সেনগুপ্ত