শেষ চাওয়াটাকে নিশ্চিত যাবে পাওয়া
তার পরে আর হবে না তো গান গাওয়া|


শেষ চাওয়াটার আগে ছিল কত চাওয়া!
এর জবাবটা সদা প্রবাহিত হাওয়া|


প্রতি ক্ষণে ক্ষণে শ্বাস প্রশ্বাস নেওয়া
আর আছে প্রতিদিন কিছু কিছু খাওয়া|


এক প্রক্রিয়া সকলেই করি ধাওয়া
ভুবনের বুকে প্রাণ করে আসা যাওয়া|


প্রাণ নিয়ে আসে পাপ পুণ্যের ছোঁয়া
দিন রাত্রিতে চলে নেওয়া আর দেওয়া|


আয় আর ব্যয় ভাবতে ভাবতে শোওয়া
প্রতিটি নিশীথে কিছু ক্লান্তিকে ধোওয়া|


নতূন প্রভাতে কোথায় সতেজ ধোঁয়া!
মনে জাগরণ, বাস্তবে ফাঁকি নেওয়া|


জীবন ফাঁকিতে তবুও কি নয় মোয়া
রহস্যময় এই জীবন অন্ধ কুয়া|