//রঙ কৃত্রিম, রঙ সহজাত//


কুচকুচে কালো চুল হলেই তো ভালো
চাই নাকি দেহ হোক কুচকুচে কালো!
ফর্সা না হলে তো ফুটবে না আলো
কিন্তু এটাও ঠিক বহু দেশই কালো।


দুই চোখে দুই মনি এই শরীরেই
মনি দুটো লাগে ভালো শুধু কলোতেই
এক জোড়া ভুরু, তাও চাই ঘন কালো
বাকী সব হোক নিজ নিজ বর্ণেই।


রঙ্গীন বা সাদাকালো, তাই বলে থাকি
সাদা আর কালো তবে রঙ নয় নাকি!
রঙের বিশ্লেষণে সদা কালো রঙ
সে কথা বলব পরে, আজ থাক বাকী।


উপমা যতই লিখি, হয়না তো শেষ
কী কী কালো, কী কী সাদা, সবই বিশেষ
বাকী রঙগুলো এই দলেই তো পড়ে
ফারাক কোথাও নেই দেশ বা বিদেশ।


যদি না থাকত রঙ এই পৃথিবীতে
চোখ দুটো দেখে যেত সাদাকালোতে
সব পরিধানে সাদা কালোর বাহার
সাদা ও কালোর ভিন্ন বর্ণ দৃষ্টিতে।


শুভ্র সাদা বা শ্বেত, ভাবি নিষ্পাপ
এই ধারণাই মন ফেলেছেও ছাপ
কিন্তু কিন্তু কালো জগতের আলো
ধারণা কী হবে সত্যেরই অপলাপ!


আমাদের চাওয়া ধরে রঙ হবে নাকি!
প্রকৃতি রঙের মেলা, সকলেই দেখি
কৃত্রিম যত রঙ, আমরাই গড়ি
রঙ চাই, রঙ চাই, চাইতেই থাকি।


প্রার্থিব রঙগুলো নয় প্রাকৃতিক
সহজাত রঙ প্রকৃতিতে চিকচিক
এ ছাড়াও রঙ আছে মনের গভীরে
রঙ্গীন থাকলে মন, জীবন সঠিক।


সুবীর সেনগুপ্ত