চন্দ্রমাকে ভুলতে পারি না
সূর্যটাকে পেতেও পারি না
পরোক্ষে পাই খুব সহযোগ
এই মনে শুধু খুশীর বন্যা
তপন শশী জীবন খেলনা |


দেখতে তো পাই চন্দ্রমাকে
বহুসংখ্যক রূপের ফাঁকে
একবার মাসে হারিয়ে যায়
কবে কখন খবর থাকে
চন্দ্রমা এই গভীর বুকে |


রবির আবির্ভাব প্রতিদিন
বর্ষাকালে মেঘের ফাঁকে
রবির ছুটি কখনো নেই
লুকোচুরি খেলতে থাকে
প্রাণ তো রবির আশীর্বাদে|


চন্দ্রমা আর রবির প্রভাব
দূরেই রাখে বাঁচার অভাব
গল্প গাথায় পড়ি যখন
এই মনেতে ভাবনা জাগে
সেই ভাবনাই লেখার ভাগে|


ছোট্ট বেলার কথাই ভাবি
স্বপ্নের ছবি চাঁদ আর রবি
জেনেছিলাম অমৃতাংশু
জেনেওছিলাম অংশুমালী
কোথায় সে স্বাদ ভরছে থালি!  


আজও আছে চাঁদ আকাশে
তেমনই তো অরুন হাসে
পূর্ণিমাতেও সেই বড় চাঁদ
কোথাও হয়নি পরিবর্তন
রূপান্তর এ আমারই মন|