//সাবলম্বী হওয়া দরকার//


হাতে পুস্তক, বেশ ভালো কথা
কিন্তু কেন যে নত মস্তক!
কী কারণে মাথা নুইয়ে রেখেছে!
ক্রমাগত নীচে কিছু কী দেখছে!


নীচে তাকানো কী কোনো ভুল কাজ!
ভুল বললে তা মানাই যায় না
স্বাভাবিক ভাবে দৃষ্টি সামনে
তাবলে কী নীচে চাইতে পারে না!


সামনে দৃষ্টি রাখার জন্য
হয়না মাথার পরিবর্তন
দুইপাশ আর পিছন দেখতে
মাথা ঘোরানোর হয় প্রয়োজন।


সব শরীরের বিচলন একই
তা নিয়ে বলার প্রশ্ন ওঠে না
আমি যা বলতে চাইছি তা হলো
ক্রমাগত নীচে মাথার স্থাপনা।


কারো দৃষ্টিতে দখল না দিয়ে
আমার প্রশ্ন আমারই দখলে
সর্বদা কেন মস্তক নত!
কী ইঙ্গিত আসে এর ফলে!


শ্রদ্ধা জানাতে করি মাথা নত
অধপানে দেখি কিছু তুলে নিতে
ভুল স্বীকারের সময়েও তাই
মাথা নত করা পারিও বুঝতে।


প্রত্যয়ে নেই যখন আস্থা
বিশ্বাস কম নিজের উপর
হীনমন্যতা তখন ভোগায়
নত মস্তকে করি নির্ভর।


চোখে চোখ রেখে কথা সাধারণ
খুব স্বাভাবিক এই প্রকরণ
অন্যথা হলে উঠবে প্রশ্ন
কেন জানব না এর কী কারণ!


সাবলম্বন যদি নাই থাকে
অবলম্বনে ঝুঁকতেই হবে
ইচ্ছাও হবে মাথা নত থাক
যদিও তা নয় উচিৎ করন।


সুবীর সেনগুপ্ত