বলার মধ্যে মিষ্টতা নেই
চাউনিতে নেই কামনা
সুন্দর মুখে কেন বিরক্তি
সাধারণ হয়ে যাওনা|


তপ্ত শীতল হয় না জীবন
আশা কম করে দ্যাখোনা
নিরাশার তুমি পাবে না স্পর্শ
সাধারণ আলো মাখোনা|


সংজ্ঞা হয় না সুন্দরতার
দৃষ্টিতে ভাষা ভরোনা
দেখতেই পাবে সব সুন্দর
বদলেও যাবে ধারণা|


কথা ভালো নয় অজানা শব্দে
জানা শব্দেই বলোনা
সরলতা ভরা কথায় ছড়াবে
মনের সুপ্ত ঝরনা|


ভালবাসা কোনো কাজ নয়
স্বতঃ প্রবাহিত বাসনা
আড়ালে না রেখে আনো সম্মুখে
তাই তো জীবন, ভাবোনা|


সফলতা মানে লাভ নয়
মনে ধরে কাজ করোনা|
কর্মই হবে ধর্ম, তা মানো
খুশী দূরে সরে যাবে না|


একটা জীবন একটাই হয়
সেটা ভাগ করা চলে না
খুব ভালবাসো শুধু নিজেকেই
জীবনে কাঁদতে হবে না|