//সায়াহ্নের ভাবনা//


শুনে শুনে আমি পরিশ্রান্ত
বেশী বেশী কথা বলেও ভ্রান্ত
সায়াহ্নে এসে জীবন এখন নীরব...
কম কম কথা হয়েছে আমার উৎসব।


অনেক নিয়েও হইনি ক্লান্ত
দিয়েছি কী কম! ভাব অশান্ত
এতদিন দেওয়া নেওয়া ছিল মন জুড়ে
সেই ঈপ্সার মরণ হয়েছে অন্তরে।


দেখেছি করেছি বহু পছন্দ
জড়িয়ে নিয়েছি খুব আনন্দ
এখন দুটোর কামনাও হারিয়েছে
তবে বলছি না জীবন ফুরিয়ে গিয়েছে।


জীবন কিন্তু হয়নি অন্ধ
উপভোগ করি সব সুগন্ধ
সময় শুধুই মনে হয় অতিরিক্ত
কিছু নয় স্মৃতি এই মন করে সিক্ত।


কানেকানে শুনে হইনা ব্যস্ত
জমিয়ে আর তো ভরে না হস্ত
অন্তে পৌঁছে কেবলই দেখছি অভাব
বিদায় বেলায় কার সাথে হবে সদ্ভাব!


না এই জীবন খুব অভিনব
না খুশীর মেলা পাই নব নব
জীবন যেমন, তেমনই তো হবে ছবি
ছবি ধরে রাখে শিল্পী এবং কবি।


পার করে এসে বিভিন্ন স্তর
আর কী কখনো উঠবেই ঝড়!
তবে কী জীবন পৌঁছে যাওয়াই শূন্যে!
মমতা ক্ষমতা দীনতা কী দূর অরণ্যে!


সূচনা থাকলে, থাকবে অন্ত
কোনো জীবন কি হয় অনন্ত!
আমরা সবাই এই জ্ঞানে সমৃদ্ধ
করতেও চাই এই জ্ঞান আমি সিদ্ধ।


সুবীর সেনগুপ্ত