ডাকলে কথাই নেই, স্বপ্ন তো আসবেই
নাও যদি ডাক দাও, তাও তো এসে যাবেই|


স্বপ্নের আসা নিয়ে, কেন এতো ভাবনা!
কিছুতেই স্বপ্নকে, আটকানো যায় না|


স্বপ্ন তো আসবেই, মনে খেলা করবেই
জাপটে না ধরলে, সহজেও পালাবেই|


স্বপ্নের ধারা আছে, স্বপ্নের ধারা নেই!
স্বপ্ন কি ভাবে গড়ে, সেটাও তো জানা নেই|


স্বপ্নের ডানা নেই, কানা নয় স্বপ্ন
কি যে নেই, কি যে আছে, ধারণা বিপন্ন|


স্বপ্ন চাই না বলে, পার পাওয়া যায় না
আর অনেক চাইলেও, ঠিক সেটা হয় না|


স্বপ্নে করলে পণ, তার অর্থে দাম কই!
দাম না থাকলে, সেই পণ এর ও মান নেই|


কোন স্তরে রাখা যায়, স্বপ্নকে বলো তো!
বিশ্লেষণ কি বলে! জানাও যায় না তো|


স্বপ্নের ব্যাখ্যাতে, যাওয়া শুরু হয়েছে
সে ব্যাখ্যা অহরহ, ভুল পথে চলছে|


কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনাও দেখি
তার কিছু ভাবনায়, হয় কি স্বপ্নে পাখী!


আজগুবী কত কিছু, স্বপ্নের মাঝে আসে
ব্যাখ্যা করতে গেলে, মনটা শুধুই হাসে|


স্বপ্নেই দেখা দেয়, কত যে অজানা ভয়!
সে ভয়ের সাথে জোড়ে, বাস্তবে সংশয়|


স্বপ্নে বাহানা নেই, যা আসে তা এসে যায়
তর্ক বিতর্কের, স্থান এতে খোঁজা দায়|


দেওয়া কি যাবেই নাকি, স্বপ্নকে গুরুত্ব!
দিলেও তো পাবো না, কোনো গূঢ় তত্ব|


চেষ্টা ছাড়াই সব, স্বপ্নকে পাওয়া যায়
কেমন স্বপ্ন পাবো! সেটা রহস্যময়|


ডাকলে কি করে পাবো, স্বপ্নকে বলো তো!
স্বপ্ন তো স্বপ্নই, অনধীন হবে না তো|


স্বপ্ন তো স্বপ্নই, অনধীন হবে না তো|