//সেই রীতি আজও চলে বাধাহীন//


কেন যে বলতে থাকো
সামনে কি আছে দ্যাখো
কী আর থাকবে বলো সামনে!
চার দেয়ালের মাঝে
যা আছে তা জানা আছে
নতুন পাই না কিছু কোনোখানে।


যা আছে তাই তো থাকে
একই আলো হাওয়া মেখে
তাই নিয়ে ভাবনাতে কেন জট!
নতুন আনলে পরে
এক দুই দিন গেলে
হয়ে যায় একই যাত্রার নট।


যে বাড়ীতে আজ আছি
বহুদিন ধরে আছি
বাড়ীর ভূগোল নয় অজানা...
এ বাড়ীতে কী কী আছে
এবং কোথায় আছে
দেখে যাই প্রতিদিন একটানা।


কেন তুমি বললে
সামনে কী আছে দ্যাখো
খুঁজেই চলেছি তার উদ্দেশ্য...
সামগ্রী আছে পড়ে
সম্মুখে ঘর জুড়ে
সহজে হবে না তা অদৃশ্য।


এক ঘরে দুই প্রাণ
এক সুতো দুই টান
শুধু দেখা পরস্পরের মুখ...
দৃষ্টিতে আজও তাই
ইঙ্গিতে ভুল নাই
পেতে হবে এই দেখাতেই সুখ।


করছি না দোষারোপ
না জানাই মম ক্ষোভ
এই আশা অন্ততঃ বুঝবে...
যা দেখেছি এতদিন
থাকব তার অধীন
এ দেখাই উপসংহারে রবে।


সুবীর সেনগুপ্ত