//শাসনের পরিবর্তন প্রয়োজন//


রক্তাক্ত বাংলায় মৃত্যুর হাতছানি
শাসকের শাসনে শুধুই তো মনমানি
প্রতিদিন মরণের আসছে খবর
শাসকের উপেক্ষা হয় জানাজানি|


চলতে কী পারে এই ভাবে কোনো রাজ্য!
ভয় কী হতেই পারে প্রতিদিন ভোজ্য!
প্রতিবাদ করে করে আসে না তো ফল
প্রতিরোধ দূর অস্ত, হয়না প্রযোজ্য|
  
শাসক করেছে আঁচ, এবার পাবে না ভোট
জিততে হবেই হবে, ভাবনাতে আছে নোট
এমন অবস্থাতে খোলা আছে এক পথ
মানুষের ভোট দেবে দুষ্কৃতীর জোট|


জালিয়াতি কারচুপি শাসকেরই দখলে
সমস্ত প্রশাসন তারই হাতের তলে
প্রতিবাদ করলেই মিথ্যে মামলা দেবে
রক্ষক জুড়ে যাবে ভক্ষকেরই দলে|


মানুষ কী করবে! বিরাট এক প্রশ্ন
কেবলি ভাববে, অবিচার কেন রত্ন!
ভাববে, ঘটুক কোনো অভাবিত ঘটনা  
কিছুই ঘটেনা, হয় অপেক্ষাতে মগ্ন|


পঞ্চায়তের ভোট পুরো গ্রাম বাংলায়
চাবিকাঠি হাতে নিতে সকলের মন চায়
হাতে যার ক্ষমতা, তারই হাতে চাবিকাঠি
সেই তো করবে চুরি, তাই তো জিততে চায়|


বিরোধীরা চাইছে কেন্দ্রীয় বাহিনী
শাসক চায় না তা, এই নিয়ে টানাটানি
আদালত ভরসা, খুলে দিতে পারে পথ
জনতা কী করবে, চলছেই কানাকানি|


দল আছে শাসকের, আছে বিরোধীর
যাঁরা কোনো দলে নেই, নির্দলে ভীড়
নির্বাচন কী হবে! সকলের জিজ্ঞাসা
হাইকোর্ট হয়ে গেছে মামলার নীড়|


এমন পরিস্থিতি মানুষ কী দেখেছে!
শুধু এই রাজ্য কী, কোথাও কী হয়েছে!
হয়নি, তাই তো আজ হাইকোর্ট ছবিতে
জোচ্চুরি থামাতেই বিচারক নেমেছে|


যে শাসক আজ আছে রাজ্যের গদীতে
চোরের তকমা লেগে গেছে তার দলেতে
এই রাজ্যের হয়ে গেছে বহু ক্ষতি
এই শাসকের স্থান হতে হবে গারদে|


সুবীর সেনগুপ্ত