//শেষের অপেক্ষা আনন্দকে নিয়ে//


নিত্য আশার পাই না খুঁজে মানে
যা পেয়েছি তাতেই আমি ধন্য
আর আশা নয়, শুধুই ব্যবহার
নিরাশ হওয়ার খুঁজব না অরণ্য।


জানলাম না এই জীবনের মানে
অর্থবিহীন জীবন চলতে থাকুক
শেষ হলে এই জীবন কোথায় স্থান!
তারই অপেক্ষাতে সময় কাটুক।


অনেক আশার পরিণতি শূন্য
যুগ এর পর যুগ দিয়েছি কাটিয়ে
আর কতদিন কাটবে জানে বিধি
সব অপেক্ষা আনন্দকে নিয়ে।


সুবীর সেনগুপ্ত