//শখ প্রয়োজন//


শখ করে কেউ দুঃখ চায় না
শখ করে কেউ রুক্ষ হয় না
শখ করে কেউ বেশী খুশী হতে পারে
যাতেই তৃপ্তি, তাই নেওয়া শখ করে।


শখ থাকবে না! বোধহয় হয় না
শখ নিয়ে কোনো প্রশ্ন হয় না
যখন তখন শখ করলে কী হবে ভুল!
শখ করার সময়টা কী চাই অনুকূল!


শখ এনে দেয় হয়ত প্রেরণা
গড়তেও পারে হয়ত কামনা
শখ কী জাগায় কোনো আকাঙ্খা জীবনে!
শখ না থাকলে একঘেঁয়েমি কী মননে!


মানুষ কী থাকে শুধু শখে ডুবে!
হয়ত তা সম্ভব বৈভবে
জনতার শখ থাকে পেশা থেকে দূরে
শৌখিন হওয়া হবে নাকি শখ বিচারে!


শখ করে কেউ হতে পারে সুখী
চাইবে না হতে কখনোই দুখী
তবে শখ লাগে একাকীত্বের নিরাময়ে
আছে নাকি শখ জীবনের মানে জড়িয়ে!


শখ করে কেউ পুত্র হয়না
না হয় কন্যা শখের গয়না
কন্যা পুত্র হওয়ার পরেই আসে শখ
শখ গড়ে তোলা হয়না কিন্তু অচানক।


শখ বিষাদের নয় এক ডালা
শখ না মিটলে হয় কিছু জ্বালা
শখ থেকে বাড়ে জীবনের উপলব্ধি
এও মনে হয় বৃদ্ধিও পায় বুদ্ধি।


শখ ছিল, শখ আছে ও থাকবে
শখের থেকেই মানুষ আনন্দ পাবে
শখ প্রয়োজন, মানতে পারবে সকলে!
আমি তো জড়িয়ে পড়েছি শখ এর দলে।


সুবীর সেনগুপ্ত