//শুভেচ্ছা-শুভকামনা//


'শুভেচ্ছা কারো অধিকার নয়'
কে করবে এই ধারণা!
সকলের আছে সম অধিকার
জানাতেই শুভকামনা।


আমার ইচ্ছা তুমি ভালো থেকো
তাই তো বলি শুভেচ্ছা
সেটাই যখন থাকে কামনায়
শুভকামনাতে ইচ্ছা।


কখনো কি বলি শুভ অভিলাষ!
কিংবা শুভ আকাঙ্খা!
বলিনা, কিন্তু বললে কী দোষ!
বলে নেই কোনো শংকা।


প্রথাসিদ্ধ এক আচরণে বলা
শুভেচ্ছা ও শুভকামনা
প্রথার বাহিরে চলে যেতে পারি
গেলেও পাই না তানা।


যা চলে আসছে বহুকাল থেকে
মেনেছে সবাই, নয় কি!
তাই শুভেচ্ছা শুভকামনায়
মন ডুবিয়েও চলেছি।


বলেছি বলছি আর বলে যাব
শুভেচ্ছা-শুভকামনা
সকলের ভালো চাইতে চাইতে
জীবন কাটুক, কামনা।


সুবীর সেনগুপ্ত