//শুধু বললেই, কোনো কিছু হয়ে যায় না//


দিন নিভে যায়, রাত্রি কখনো নেভে না
পাত্রীর খোঁজে, পুরো তৃপ্তিও আসে না।


বিদ্রোহ করা,যে কারণে, সে তো থাকে না
যে বিদ্রোহী, কারণ মেনেও চলে না।


প্রবাহিত হাওয়া, কখনো থামানো যাবে না
মেঘ গর্জন, সর্বদা চাওয়া যাবে না।


অশ্রু ঝড়বে, ঝড়ে পড়বেই, তাই না!
সদা অশ্রুর, ঝর্ণাতে ডোবা যাবে না।


শুধু কথা দিয়ে, তিল তাল করা যাবে না
তাল হয়ে গেলে, আর তিল পাওয়া যাবে না।


ঊর্মিমালার, সংখ্যাকে গোনা যাবে না
পৃথিবীতে জল, পরিমাণ বেড়ে যাবে না।


কালো শরীরের, মান কম, ভাবা ঠিক না
সাদা শরীরের, পরশে মানের বৃদ্ধি না।


মানচিত্রকে, স্থায়ী করে রাখা যাবে না
শুধু পুজো করে, মন পবিত্র হবে না।


কথা দিয়ে সব, যন্ত্রণা শেষ হবে না
স্বান্তনা দিয়ে, দুঃখ সরানো যাবে না।


দরদাম করে, কিনলেই লাভ হবে না
দাম বেশী দিয়ে,সব ভালো পাওয়া যাবে না।


অসফল হলে, জীবন তো শেষ হবে না
সফলতা পেলে, আহামরি কিছু হবে না।


শুধু বেশী দিয়ে, সুখ্যাতি বেড়ে যাবে না
আর কম দিয়ে, খ্যাতি কম হয়ে যাবে না।


মন ভেঙে গেলে, শরীরের রোগ ছাড়বে না
হাসি খুশী মন, শরীরে রোগ জড়াবে না।


চুপ করে থেকে, কিছুই বোঝানো যাবে না
চিৎকার করে, ভালো বোঝানোও যাবে না।


নির্মল মনে, খুশীর অভাব হবে না
খল ভাবনাতে, দুঃখের শেষ হবে না।


ভালবাসা পেলে, অনটন ঠেলা দেবে না
জীবন ছুটবে সুখেরই ভেলায়, তাই না!


সুবীর সেনগুপ্ত