//শুরুতে আনন্দ, অন্তেও থাক//


শুরুতে আনন্দ, অন্তে বিষণ্ণ
থাকলেও তপনের চিন্হ
প্রতিদিন প্রতি কাজ হলেও বিভিন্ন।


সূচনা হলেই তবে রচনা
থাকবেই চিন্তার আনাগোনা
চিন্তাকে ধরে রাখাই বিড়ম্বনা।


নূতন না হলে নেই পুরাতন
পুরাতন থেকেই তো স্মৃতির গঠন
স্মৃতি জীবনের এক চলার সাধন।


সঙ্গে থাকলে মিশে হয় অঙ্গ
অঙ্গে অঙ্গে ওঠে খুশীর তরঙ্গ
তখনই হতেও চায় জীবন বিহঙ্গ।


চললেই নড়াচড়া, নইলে তো স্থির
থেকে থেকে স্থির আর কত হব ধীর!
থাকলেও স্থির তবু ছুঁয়ে ফেলি তীর।


নজির দেখলে তবে তুলনা
তুলনাতে এসে হয় মীমাংসা
মীমাংসা থেকে এক পক্ষে নিরাশা।


শুরুতে আনন্দ, অন্তেও থাক
সবার অন্তরে কামনার ডাক
অগণিত আশা নিয়ে ভরসার ঝাঁক।


সুবীর সেনগুপ্ত