//সব কানে কেন ঢোকেনা সত্য!//


বহু বছর যে দৃঢ় মন ছিল
তাতে সত্যই হতো প্রবাহিত
হিংসার চোখ করে যেত তাড়া
কাউকে বোঝাতে কষ্টই হতো।


যখন দেখিনি মিথ্যের রঙ
বুঝিনি যখন মিথ্যের ধারা
তখন সত্য পেত না বিচার
প্রয়াসের ফল হতো দিশাহারা।


ধীরে ধীরে এই মন বুঝে গেছে
সত্যের রঙে রাঙানো প্রকৃতি
মানুষের মনে বেশী কালো রঙ
তাই কী সত্য ভেঙে যাওয়া রীতি!


যে ব্যথার সাথে নেই পরিচয়
কী করে বসাব বন্ধুর স্থানে!
সত্য বোধহয় এই ধারাতেই
ঢুকতে পারে না অচেনার কানে।


যে প্রয়াস দেখেছিল ব্যর্থতা
বহু কাঠ খড় পোড়ানোর পরে
সেই প্রয়াস আজ সহজে সফল
শুধু মিথ্যেকে চিরসাথী করে।


মিথ্যেই যদি সুখ দিতে পারে
কেন হবে সত্যের প্রয়োজন!
আমার ধারণা হবে কী সত্য!
না-হওয়ার কোনো আছে কী কারণ!


তোমার যে মন, সেটা দৃঢ় হলে
তুমি হয়ে যাবে সত্যের সাথী
কিন্তু অন্য মন নয় দৃঢ়
সে কী করে হবে তব সমব্যথী!


সম্যক ভূবন হবে কি সত্য!
সব মনে এই প্রশ্ন আছে কী!
যদি জানা যেত এর সদুত্তর
জেনেও যেতাম সত্য মানে কী!


সুবীর সেনগুপ্ত