//সহনেই ব্যথা হয়ে যায় শব//


বারবার খেয়ে খেয়ে ঐ গুলিগুলো
ভাবছি কি থাকবই সুস্থ!
কতটা সুস্থ আমি আছে সন্দেহ
তাও বেঁচে আছি নেশাগ্রস্ত।


নির্ভরতাকে করে নিয়ে রোজ সাথী
ভেবেছি জীবন খুব মঙ্গল
এই গুলিগুলো আজ আস্থাভাজন
পরে হয়ে যাবে না তো নিষ্ফল!


ধারণা নয় আমার শরীরটা জৈব
অবস্থান্তর হবে নিত্য
এই পরিবর্তন সামলাতে করে নিই
গুলিগুলোকেই মম ভৃত্য।


ব্যথা ব্যথা ব্যথা ব্যথা, কম বেশী ব্যথা
ঘুরে ফিরে বিভিন্ন অঙ্গ
চরম না হলেও ব্যথা, নিয়ে নিই গুলি
ঢেকে যায় ব্যথার তরঙ্গ।


ঢেকে ঢেকে ব্যথাগুলো, গড়ে তুলে অভ্যেস
আমি থাকি উত্তম ধারণায়
সুদৃশ্য মোড়কে নানা নামে ঔষধি
থাকে নিয়মের রম্য ধারায়।


কিছুদিন পরে পরে, ব্যথার পরিধি বাড়ে
এ যে এক নতুন বিপত্তি
অন্বেষণের পরে জেনে যাই সহজেই
পার্শ্ব প্রতিক্রিয়া গুলিতেই।


তুমিও বলছ ব্যথা, তাও খাচ্ছ না গুলি
কী করে যে হয় সম্ভব!
হাসতে হাসতে তুমি বেশ বলে দিলে
সহনেই ব্যথা হয়ে যায় শব।


সুবীর সেনগুপ্ত