//সকলেই দেবে, সকলেই পাবে//


চাওয়া সকলের নিয়ন্ত্রণে
পাওয়াতেই হই মুখাপেক্ষী
বেশী চেয়ে পেয়ে যাই কটাক্ষ
কম চাইলে কী পাবই লক্ষ্য!


নিয়ন্ত্রণে যদি পাওয়া থেকে যেত
কী ভালো যে হতো, ভাবতে পারি না
পেতাম পেতাম, ভরে যেত ঝুলি
আশাগুলো অপক্ক থেকেও যেত না।


জগতের পাওয়া, সকলেরই পাওয়া
সকলে পাচ্ছে, কে দিত তখন!
সত্যি, আমি তো এটাই ভাবিনি
আসলে পাওয়াতে নেই নিয়ন্ত্রণ!


যে রূপসী, সেই রূপ পেয়ে গেছে
যে খুব লম্বা, পেয়েছে উচ্চতা
সকলেই পেয়ে গেছি দুই আঁখি
কিন্তু পাইনি কেউ নশ্বরতা।


সব গাড়ী পেয়ে যায় চার চাকা
পাখী নিশ্চিত পায় দুই ডানা
সব প্রাণ পায় কিছু না কিছুই
কে দেয়, কে দেয়! কেউই জানিনা।


চন্দ্রমা পায় সূর্যের আলো
জ্যোৎস্নার আলো আমাদের ভাগে
কী অপূর্ব নিয়মের ধারা
ভাবলেই মনে শিহরণ জাগে।


চাইলেই পাওয়া, না চাইলে নয়
এই বিবৃতি অবধারিত মিথ্যে
নিমকহারাম কেন হতে যাব!
যদি হই, আসবে বিষাদ চিত্তে।


সকলেই পাবে, সকলেই দেবে
চিরন্তন এই সত্যকে মানি
তোমরাও মানো এই সত্যকে
এ ধারণা ভুল হবে না তা জানি।


সুবীর সেনগুপ্ত