//সমালোচনা নয়, থাক অনুপ্রেরণা//


তোমার সান্নিধ্যে থাকার ইচ্ছা ছিল
একদিন এবং আজও সেই ইচ্ছা
আমার মনে বিরাজমান।
অস্বীকার করব না তোমার বশ্যতা
সেই ইচ্ছা পূরণ করতে।
সমালোচনার ঝড়ে হতে হবে বিধ্বস্ত,
আমি জানি। "নিজস্বতা নেই" শুনতে হবে
আমায়। কিন্তু যা করছি সেটাই কী নয়
আমার নিজস্বতা!
আমার জীবন আমার, তার দায়
নিতে হবে আমাকেই।
আমার কর্ম সবই আমার নিজের স্বার্থে।
আমি চাই না আমার সিদ্ধান্তে কারো
কোনো ক্ষতি হোক।
তোমাদের কাছে আমার কেবল একটাই
অনুরোধ - সমালোচনার পথ ছেড়ে
ধরে নাও অনুপ্রেরণার সেই পথ,
যে পথ মঙ্গলদায়ক হবে উভয়ের জন্য।


সুবীর সেনগুপ্ত