//সমস্যা কী জীবনের প্রতিশব্দ!//


এক সমস্যা শেষ না হতেই
আরও দুটো পাশে নাচে থৈ থৈ
আমাকেও হয় নাচতে ওদের সঙ্গে
ওদের নাচনে দোলন আমার অঙ্গে।


সমস্যা কী জীবনের প্রতিশব্দ!
কল্পনা করে কবি কী নিজেই জব্দ!
জীবন জড়িয়ে আলো ও কালোর খেলাতে
আলো ও কালোর দুরূহ হিসেব ধরাতে।


আজ সমস্যা কাল সমস্যা
প্রতি সপ্তাহে আছে সমস্যা
সমস্যাবিহীন মাস ও বছর আছে কি!
সমস্যা জয় করাই জীবন, নয় কি!


এত সমস্যা, সব বিভিন্ন
তবে বলব না সব অনন্য
এটাই হবে কী এক স্বান্তনা জীবনের!
নাও যদি হয়, ভাবনা কি হবে দোষের!


একই সমস্যা হলে দুজনের
তাতেও তো পাই ভিন্নতা ঢের
তার মানে, ভাবি কত বিভিন্ন সমাধান
অবাক হবই, যে যত হইনা বিদ্বান।


কোন সমস্যা সবচেয়ে ছোট!
নির্ণয় থেকে থাকছি বিরত
কারণ, পাই না সব সমস্যা একসাথে
অসম্ভব এই নিবেদন সকলের মতে।


সমস্যা কখনো নয় অরুনিমা
না কখনো হয় কারো প্রিয় মামা
সমস্যা থাকবে শুধু সমস্যা জড়িয়ে
আমরা থাকব তারই সমাধান নিয়ে।


সমস্যা শেষ কখনো হবে না
জেনেও এ-কথা মানতে চাই না
আসলে এ-কথা ভাবা নির্ঘাত ভুল
সমস্যাহীন জীবন হলে তা প্রতিকূল।


যদি সমস্যা দেখত অন্ত
কী তখন হতো জীবন অর্থ!
যেত কী গড়িয়ে লক্ষ্যবিহীন হয়ে!
হয়ত নয়ত অনেক ভাবনা তাই নিয়ে।


সুবীর সেনগুপ্ত