সমতায় ভরা মন যেটা ছিল
সেটা আজ কেন ভাঙতে চাইছে!
এ কি ফল নাকি অধিক সুখের!
যার ইচ্ছাতে এ মন টানছে|

সাম্যবাদের কবিতা পড়েছি
সাম্যবাদের গানেও ডুবেছি
অনুপ্রাণিত হয়েছিল মন
আজকে সে-সব ভেবেই হাসছি|

সাম্যের জয়, বলে তো সবাই
কিন্তু অহংবাদেই তো শ্বাস
কি ভাবে যে হবে সমান সমান!
সমতা কি তবে অলীক আভাস!

কিছু সহায়তা, কিছু প্রতিকার
কিছু দান দিয়ে হই অবতার
এ যে প্রতারণা, চাইনা মানতে
বাহ্যিক চেহেরাকে করি সার|

নৈতিকতার পাঠ তো পড়েছি
সদ্গুণ ভরে নিয়েছিও মনে
সময়ের স্রোতে সেগুলো হারিয়ে
জীবন এখন সুখ সন্ধানে|

সমতাকে ধরে থাকা মুশকিল
শত বাধা আসে, করে বিব্রত
তখনিত রাখি সমতাকে দূরে
নৈতিক গুণ হয়ে যায় মৃত|