//সময়কে ধন ভেবে নিলে ক্ষতি কী!//


অর্থ মানেই টাকা, তাই তো!
টাকা দিয়ে গড়ে তুলি সম্পদ
সম্পদে আকর্ষণ উঠে যায় তুঙ্গে
সময় যা চলে যায়, থাকেনাও রঙ্গে।


সময় অর্থ নয়, মানুষের ভাবনা
তাই কী সময় ঠিক গুরুত্ব পায় না!
সময় যে উপযোগী, মানি সকলেই
তবুও তো মনে হয় ঠিক কদর নেই।


সময়কে ধন ভেবে নিলে ক্ষতি কী!
ক্ষতি নেই, এই কথা লাভ দেবে কী!
লাভ তো দেবেই দেবে, ধারণা আমার
এ নিয়ে কী তোমাদের ভাবনা অসাড়!


চিরসাথী জীবনের সময় হবেই
সাথী রূপে মেনে নিলে, লাভের ঘরেই
এই সাথী থাকবেই, সাথী হয়ে জীবনে
অবিনশ্বর হয়ে উপস্থিত এই ভূবনে।


সময়ের মাঝে থেকে, খেলছে জীবন
চলতে থাকবে এই খেলা আমরণ
সময়ের সীমানার বাইরে কী কিছু!
জানতে পারলে ধাওয়া হতো পিছু পিছু।


সময় ও অর্থ কী রাখি এক পাতে!
রাখতে গেলেই দেয় সময় যে ফাঁকি
রাখতে পারিনা, তবু সময় তো থাকে
থাকার কারণ প্রতি ভাবনাকে ঢাকে।


সুবীর সেনগুপ্ত