//সময়নিষ্ট হওয়া প্রয়োজন//


কেন প্রতীক্ষা! কার প্রতীক্ষা!
সময়ে আসেনি, হোক-না শিক্ষা
করবই কেন সময় ভিক্ষা
সময়নিষ্টা না হওয়ার ফল জানুক...
কথা সে রাখেনি, আর কথা নয়
বারবার ক্ষমা চাওয়া বাহানায়
ভুগলে ভুগুক, কী বা করা যায়!
ক্ষতি সইবো না, এই কথাটাও জানুক।


সহায়তা চায়, দোষ নেই কিছু
দৌড়ব কেন তার পিছু পিছু!
কেন হতে যাব বৃথা আমি নীচু!
ভাবতেই হবে আমাকে আমার জীবন...
সেই তো চেয়েছে কিছু সাহায্য
তার চাওয়া আমি করেছি গ্রাহ্য
সে কেন বোঝেনা কী হয় ন্যায্য!
বুঝুক বুঝুক কী যে জীবনের দর্পণ।


সুবীর সেনগুপ্ত