//সর্বশ্রেষ্ঠ দান এই জীবন//


দৃষ্টিকে রেখে একটা পকেটে
আর এক পকেটে রেখেছি শ্রবণ
অনুভূতিগুলো সাথের ঝুলিতে
সাতে-পাঁচে নেই, ছয়েই জীবন।


যদি না চালাতে হতই জীবন
উত্তম হতো, তাই মনে হয়
কারো ইচ্ছাতে গড়েছে জীবন
চালাতে কিন্তু আমাকেই হয়।


না চালালে চলেনা কোনো এক গাড়ী
ঠিক তেমনই ট্রেন প্লেন বাস
জীবন তো নয় প্রাণহীন গাড়ী
কেউ না চালালে থেমে যাবে শ্বাস।


কার সাথে হবে জীবন তুল্য!
আছে কী কিছুই যা সমমূল্য!
ভাবনা গড়ায়, গড়াতেই থাকে
অবশেষে বুঝি খোঁজা অমূল্য।


ঘড়ি রকমারি গঠনে ও রূপে
চলতেই থাকে বেশ চুপে চুপে
জীবন পারেনা চলতে তেমন
নিশার কালোতে দিবসের ধূপে।


এখন জীবন আমারই দখলে
যদিও গড়িনি আমি এ জীবন
ঘড়ির মতন চলবে না জানি
চলবে আমারই ইচ্ছামতন।


যদি ছেড়ে দিই জীবনের ভার!
তাহলেও এই জীবন চলবে
কিন্তু কামনা বাসনা যে আছে
তাই জীবনের ভারও বইবে।


পেয়ে যাই বহু দান উপহার
কোনটা তাদের মধ্যে শ্রেষ্ঠ!
আমার জীবন সেটাও তো দান
আর এই দানই সর্বশ্রেষ্ঠ।


সুবীর সেনগুপ্ত