//সৎ থাকা প্রয়োজন//


নাই বললে কী পার পেয়ে যাবে!
দিতে তো হবেই তোমাকে ফেরত
মনে করতে কী পারো সেই দিন
এসেছিলে নিতে, দিয়েছিলে খত|


ভেবেছিলে নাকি নেওয়ার সময়
দেওয়ার সময় 'নাই' বলে দেবো!
সে যাই হোক, আর ভাববো না
ফেরত না দিলে সাজাই দেওয়াবো|


গিয়েছিলাম কী তোমার কাছে!
চেয়েছিলাম কী দিতেই অর্থ!
সাহায্য হাত বাড়িয়েছিলাম
তুমি চেয়েছিলে, সেটাই সত্য|


কোনো কিছু চাওয়া অপরাধ নয়
ঋণ অধিকার শুধু কী গুণীর|
যদি দিয়ে দেয় প্রদানকারী
ঋণ ফেরতের দায় তো ঋণীর|


প্রতারক হতে চাও নাকি তুমি!
আমার চোখে যে তুমি সৎ লোক
সেই কারণেই দিয়েছি তো ঋণ
ছিলে নাকি আগে থেকে প্রতারক!


তুমি নাগরিক, আমি নাগরিক
নাগরিক মানে নিয়মের দাস
রীতি-নীতি মেনে চলা সাধারণ
আর তা মেনেই শান্তিতে বাস|


হয়ত তোমার জ্ঞান কম ছিল
সেটাই এখন মেনে নিতে হবে
খুব যে সময় পাবে তাও নয়
হিসেব মেলাও, স্বস্তিও পাবে|


খত দিয়ে তুমি হয়েছে তো ঋণী
এটাই প্রমাণ, আর সমুচিত
এক অভিযোগ করলেই হলো
শ্রীঘরে যাওয়ার এটাই তো ভিত|


সুযোগ দিলাম, নিতে হয়, নাও
নাও নিতে পারো, তোমার ব্যাপার
সাত দিনে ঋণ শোধ করে দাও
নইলে রুদ্ধ হয়ে যাবে দ্বার|


সুবীর সেনগুপ্ত