//সত্তরে মাথা হয় কী বিকল!//


বয়স আমার সত্তর বলে
পেতে চাইছ না কোনো উত্তর
সত্তর যদি প্রকৃত কারণ
তোমার ভাবনা পাবে না আদর।


অবধারিতই চাই সংগতি
সংগতি কর্মের অধিপতি
এর আওতায় প্রতিটি কর্ম
সংগতি রেখে কাজ পায় গতি।


বয়স বাড়লে কর্ম কমবে
শরীরের ক্ষমতাও হ্রাস পাবে
তবে কমবে না চিন্তা ভাবনা
চিন্তা ভাবনা সংগত হবে।


বয়স বাড়ে না শুধু বসে বসে
বয়স বৃদ্ধি কাজে মিশে মিশে
বয়স থামায় কার আছে সাধ্য!
বয়স শুধুই সময়ের বশে।


আমি সত্তরে আজ পৌঁছেছি
এখানে পৌঁছে আমি দুখী নই
চারুতার সাথে এগিয়েছি আমি
তাই ভালবাসি চড়বার মই।


সাত যুগ গেছে, আরও যুগ যাবে
নাও যেতে পারে আর কোনো যুগ
গেলেও তা হবে এক দুই তিন
তার বেশী নয়, নেই কোনো দুখ।


বিষয়টা নয় যুগ পার করা
বিষয়টা হলো সত্তর ধরা
সত্তরে মাথা হয় কী বিকল!
হয়না, সেটাই সাধারণ ধারা।


স্থির গতিতেই সময় এগোবে
একই গতি নিয়ে বয়স বাড়বে
এতে আমাদের ক্ষমতা সীমিত
এই চিরসত্য সত্যই থাকবে।


কে দেবে আমাকে কত গুরুত্ব!
যে দেবে, সেই তো জানাবে তথ্য
গুরুত্ব দিক, কিংবা না-দিক
আমি খুশীতেই থাকব মত্ত।


তুমি চাইছ না পেতে উত্তর
তোমার ভাবনা, আমার তো নয়
এতে যদি তুমি খুশী হয়ে থাকো
তাই হোক, তাতে কিবা আসে যায়।


সুবীর সেনগুপ্ত