এক পাশ দিয়ে চলছে সত্য  
অন্য পাশে কি কেউ নেই!
অন্য পাশটা নিয়েছে মিথ্যে
যাতে ব্যবধান থাকে, তাই|


আমি কোন পাশ নেব তা ভাবছি
সংশয় এসে বললো
কোনো এক পাশ নিও না গো তুমি
মাঝখান দিয়ে চলো|


আমি মাঝপথে, দুই পাশ থেকে
ছুটে আসে প্রলোভন
দুটোতেই স্বাদ, যদিও আলাদা
চিন্তাতে পড়ে আবরণ|


মাঝখান দিয়ে চলাও যায় না
চলে যেতে হয় পাশে
কখনও সত্য, কখনও মিথ্যে
ভরে যায় নিঃশ্বাসে|


শুধু এক পাশে থাকাও যায় না
এ এক ভীষণ জ্বালা
যাই মাঝপথে, পরে ওই পাশে
এ যেন একটা খেলা|


এই খেলা খেলে চলছে জীবন
কখনও জড়াই সত্য
কখনও মিথ্যে এসে যায় পাশে
যদিও নিইনা নিত্য|


চিরসত্যকে পাশে নিয়ে চলা
এই ইচ্ছা কি সব্বার
বাস্তব দেখে আমার ধারণা
দিচ্ছে আমায় ধিক্কার|


সত্য থাকবে নিয়মিত রূপে
মিথ্যের থাকা নিশ্চিত
গোপনতা নিয়ে জীবনের চলা
তাই কি গড়েনা দৃঢ় ভিত!