//সৃষ্টি, বিশেষ হয়ে চিহ্নিত//


নির্মাণ করে নেই আনন্দ!
বলতে হবে না কেটেছে ছন্দ
কী নির্মাণ! কেন নির্মাণ!
এর উত্তরে পরমানন্দ।


কর্মের যত নিহিত বিধান
অজান্তে হয়ে যায় নির্মাণ
তারপরে হয় বিস্মৃত স্মৃতি
এ যেন স্বপ্নে খ্যাতি সন্মান।


প্রতিদিন শত শত নির্মাণ
রসুই ঘরের মান সম্মান
যে নির্মাতা, তাঁর প্রশংসা
বাতাসে ছড়ায় প্রেরণার তান।


সৃষ্টি সৃজন বা উদ্ভাবন
রচনা কিংবা বলো প্রণয়ন
অলংকারের অনেক শব্দ
যেটাই নাও-না, অন্তে গঠন।


সৃষ্টির ধারা সদা প্রবাহিত
এই ধারা হতে হবে আদৃত
সৃষ্টি কখনো হয় না মামুলী
বিশেষ হয়েই হয় চিহ্নিত।


একের পর এক মানব শরীর
সৃষ্টি হয়েছে, হয়েই চলেছে
মানুষের অবদান কতটুকু!
এই প্রক্রিয়া বিধাতা গড়েছে।


শরীর সৃষ্টি, সৃষ্টিও প্রাণ
তার থেকেই তো আরও নির্মাণ
আশ্চর্যের এই সংগঠন
প্রগতির পথে বাধাহীন দান।


সুবীর সেনগুপ্ত