//স্থায়ী আনন্দ খোঁজা প্রয়োজন//


নিশ্চিত করে খুঁজি কি স্থায়ী আনন্দ!
খুঁজি না বলে কি স্থায়ী আনন্দ আসে না!
যদি তাই হয়, সকলে কী এই দলে!
এই দলে নেই সকলের আনাগোনা।


স্থায়ী আনন্দ মানেই নিরত আনন্দ
তবে কী দুঃখে কাটবে না আর ছন্দ!
ছন্দ এবং আনন্দ চাই জীবনে
কিন্তু দুঃখে কখনো জীবন মন্দ।


কেন যে খোঁজে না স্থায়ী আনন্দ লোক!
লোক তো খোঁজেই আনন্দ প্রতিক্ষণ
স্থায়ী ব্যাপারটা আনে কি আনেনা মনে
স্থায়ী আনন্দ চাওয়াই কী সাধারণ!


স্থায়ী বাসস্থান, স্থায়ী চাকরীর সন্ধান
এই সন্ধানে প্রতিটি মানুষ ব্যস্ত
দেয় নাকি কেউ স্থায়ী ভাবে গালাগালি!
স্থায়ী অস্থায়ী নিয়েই জীবন অভ্যস্ত।


স্থায়ী আনন্দ থেকেই স্থায়ী সুখ
এ কথা মানবে, হলফ করতে পারি
সুখ না চেয়ে কি কেউ থাকতেই পারে!
পারে না বলেই আনন্দ চাই সরাসরি।


পরমানন্দ শুধুই কি এক শব্দ!
ঋষি মুনিঋষি এঁরাই কী পেয়ে থাকে!
পরমানন্দে থাকা কী এতই কঠিন!
ভাবনার যে গুরুত্ব রাখি ঢেকে।


দুঃখের মাঝে আনন্দ পেতে হবে
ভাবতেই পারো পাগলের এই উক্তি
কিন্তু এ তো সম্ভব এই জীবনে
ছাড়লেই হবে মন থেকে বিরক্তি।


সদা আনন্দ সকল সময় এক নয়
পরিমাণ কম বেশী তো হবেই হবে
স্বচ্ছ মনের অধিকারী হতে পারলে
সদা আনন্দ সঙ্গী হতেই চাইবে।


সুবীর সেনগুপ্ত