//সুখ-দুঃখের অনুরূপতা//


দুঃখ কী পারে আনতেই সুখ!
নাকি সুখ পারে দুঃখ তাড়াতে
সুখ-দুঃখের ক্ষমতা সীমিত
কিন্তু দুটোই জীবনের সাথে।


সুখ-দুঃখের বাইরে বেড়িয়ে
জীবন জানার একটা প্রয়াস
এই প্রয়াসের ফল অভিনব
সফল বিফল দুটোরই আভাস।


একটা ব্যাপার তবে মানা যায়
দুঃখ দিয়েই সুখ ঢেকে যায়
দুঃখ ঢাকতে সুখ অসফল
মানে কী দুঃখ বেশী ক্ষমতায়!


আনাগোনা চলে সুখ দুঃখের
কখনো দুটোর কোনোটাই নেই
তখন কী এই জীবন অচল!
অচল হ্য় না, জীবন চলেই।


সুখ-দুঃখের দাম নিরূপণ
দাম জানার কী আছে প্রয়োজন
সুখ অতি দামী, সকলেই জানে
দুঃখের দাম খুবই সাধারণ।


সুখ যদি হয় দক্ষিণ মেরু
উত্তর মেরু হবেই দূঃখ
এত দূরত্বে থাকে বলেই কী
ধরতে পারে না একই কক্ষ।


সত্যের জয় এই পৃথিবীতে
যদিও তা আসে সময় পেরিয়ে
সুখ-দুঃখকে নিয়ে যা সত্য
চেতনাতে সব আছেই ছড়িয়ে।


সুখ ও দুঃখ সততই সাথী
হয় সাথে এটা, নয় সাথে ওটা
কোনটার হবে বেশী স্থিতিকাল
দুঃখেরই জিৎ, এটাই বার্তা।


সুখ আগমণ, মনে উচ্ছ্বাস
সুখ প্রস্থানে বিষণ্ণ শ্বাস
সর্বদা সুখ এলে কী যে ক্ষতি
এমন আশা কী হবে পরিহাস!


সোজাসুজি সুখ আসে না শরীরে
সুখ উদ্ভাবন ঘটনাকে ঘিরে
অত্যধিক আয় তেমনই ঘটনা
আয়ের অভাবে দুঃখ শরীরে।


সুখ- দুঃখের সূক্ষানুভূতি
সাথে সামান্য দর্শন স্তুতি
হয়ত হবেই জীবন সহজ
আশা অনুরূপ জীবনের গতি।


সুবীর সেনগুপ্ত