//সুপ্ত প্রেরণা আছে সব মনে//

অনেক প্রেরণা যাঁর প্রয়োজন
তাঁরই খোঁজ ঘিরে প্রেরণা উৎস
জিজ্ঞাসা সে কি করতে থাকেই!
না কি খুঁজে খুঁজে সে হয় নিঃস্ব!

কিছু প্রেরণার আশা সব মনে
কিছু আশা হয় পূরণ কখনো
আকস্মিক এই আশার পূরণে
মন ধরে ফেলে নতুন স্বপ্ন।

করে করে প্রেরণার অপেক্ষা
শুধু হয় সময়ের অপচয়
পারি কি গড়তে নিজেই প্রেরণা!
গড়লেই হবে সমৃদ্ধ সময়।

অনুপ্রাণনার থাকবে কারণ
হোক-না যতই ক্ষুদ্রায়তন
মস্ত কারণ খুঁজতে খুঁজতে
প্রেরণার হয়ে যায় যে মরন।

উদ্যম চাই, আগ্রহ চাই
পেলেই তো কাজ পেয়ে যাবে দ্রুতি
কে যোগাবে প্রতিদিন আগ্রহ!
উদ্যম দিতে কার প্রতিশ্রুতি1

সুপ্ত প্রেরণা আছে সব মনে
জাগালেই হয়, কোথায় বারণ!
সেই প্রেরণাই আসল প্রেরণা
হয় না উধাও, থাকে আমরণ।

সুবীর সেনগুপ্ত