//সুর এই জীবনে অপরিহার্য্য//

দূর থেকে সুর আসে ভেসে ভেসে
ঢুকে যায় কানে পরিধিতে এসে
এমন ঘটনা ঘটে সবখানে
পূব পশ্চিম প্রত্যেক দেশে|


সুর গড়ছে না দুধ জল দিয়ে
গড়ে উঠছে না সীমাহীন আয়ে
গড়ে উঠবে না কোনো কিছু দিয়ে
সুর গড়ে ওঠে শুধু কথা দিয়ে|


শব্দ এবং সুর একই পাতে
নীরব যে সুর থাকছে মনেতে
গতিহীন সুর সীমানার মাঝে
যে গড়েছে তাঁর শাসনের সাথে|


যাঁরা সুর গড়ে তাঁরা সুরকার
লিখিত কথায় সুরের বাহার
সুরে সুরে গীত তৃপ্তির ভিত
গান মানুষের খুব কামনার|


কথা দিয়ে হয় সুরের প্রকাশ
গড়ে ওঠে গান নিয়ে বিশ্বাস
গায়ক কণ্ঠে গান আদৃত
গানের কথায় জেগে ওঠে আশ|


উপলক্ষের অভাব তো নেই
ঘটিয়ে চলেছি বহু অনুষ্ঠান
সব জায়গায় গান আর গান
বায়ুপ্রবাহ মাঝে গীত তান|


ভাসমান তান ধরে ফেলে কান
সব্বার জানা নয় প্রত্যাশিত
হয় ভালো লাগে, নয় উপেক্ষা
এই প্রক্রিয়া অতি পরিচিত|


দূর থেকে নয়, নয় কাছ থেকে
সুর এই জীবনে অপরিহার্য্য
সুরে সুরে কথা, সুরে সুরে গান
সুর ও তালে ধরে সকল কার্য|


সুবীর সেনগুপ্ত