//সুরে সুর মিলে উচ্ছ্বাসে মন//

সুরে সুর যদি মিলে যায়
তালে তাল খাপ খেয়ে যায়
আর কোনো কিছু খোঁজার প্রশ্ন হারিয়ে যায়।

মিলিত সুরের সাথে একই তাল
বিভিন্ন ভাব জড়াবে না জাল
সকলের মুখে প্রীতির বার্তা শুভ সকাল।

সুর না মিললে, মিলুক ছন্দ
কিছু না কিছু তো হবে আনন্দ
নিশ্চিতভাবে দূরে যাবে কিছু দ্বন্দ।

কোন সুরে সুর মেলাতে চাইব!
অনেক সুরের কোনটাকে নেব!
দ্বিধা শংকার মাঝে কি জীবন কাটাব!

সুরে সুর মিলে উচ্ছ্বাসে মন
পরিকল্পিত ভাবনার বন
প্রবাহিত খুশী মিলিত সুরেই তন্মন।

সুর মিললেই শেষ নয় খেলা
কেটে যায় সুর, এ-বেলা ও-বেলা
অদ্ভুদ এই পরিস্থিতিতে জীবন কি অবহেলা!

সুরে সুর শুধু মেলানো যায় কি!
বেসুরে মেলানো সুর ফাঁকি নাকি!
কে জানে কি ঠিক, সংশয় মারে উঁকি।

ভাগ্যবানের সুরে সুর মেলে
কোনো সুর নেই অভাগার পালে
এই বাস্তব অলিতে গলিতে আড়ালে।

সুবীর সেনগুপ্ত