//স্বপ্নের কেন হবেনা যত্ন!//


অনেক অসাড় স্বপ্নকে নিয়ে
গড়েই ফেলেছি অ্যালবাম
ভুলতে চাইনি, তাই তো দিয়েছি
এক এক করে বহু নাম।


পুরাতন হয়ে অ্যালবামগুলো
স্মৃতির মতোই ঝাপসা
একটাতো নয়, গড়েছি অনেক
অ্যালবামে ঘর ঠাসা।


অ্যালবামগুলো দেখাতে পারি না
যা নয় কোনো রহস্য
কভু ছিঁড়বে না, ধ্বংস হবে না
পুড়েও হবে না ভস্ম।


অ্যালবাম গড়ে সাধনবিহীন
খরচ বিহীন পরিণাম
গড়ে যাব শেষ সময় অবধি
হয়তো হবেনা ছিমছাম।


অ্যালবামগুলো কেউ দেখবে না
জানবে না কেউ, জানি
আসলে দেখার কারণই নেই
মানতেই হবে, মানি।


গঠন গড়ন রচনা সৃজন
কাজের মধ্যে অভিনয়
সেই অভিনয়ে একটা অংশ
ঘুম নামে পরিচয়।


জীবনের প্রায় এক তৃতীয়াংশ
নীদ্রারই আঙিনায়
এই আঙিনায় কেবলই স্বপ্ন
অস্বীকার কী করা যায়!


যত অ্যালবাম আমার দখলে
উপভোগ করি আমি
যে যার নিজের অ্যালবাম দ্যাখে
জানেও অন্তর্যামী।


জীবন মানেই অনেক স্বপ্ন
বিনা প্রয়াসেই পাই
স্বপ্নের কেন হবেনা যত্ন!
হওয়াটাই স্বাভাবিক।


সুবীর সেনগুপ্ত