//স্বপ্ন আছেই ছড়িয়ে প্রতিটি শরীরে//


অনেক স্বপ্ন দিয়ে ভরা এই মন
আরও আরও ছুটে আসতে থাকছে
থামাতে চাইছি, কোথায় থামছে!
রাখতে কী চাই আরও এক মন!


স্বপ্ন সংখ্যা এই ভূবনে অনন্ত
অনেক চাহিদা, সব্বার হয় পূর্ণ
যদিও জানিনা কোথায় স্বপ্ন অরণ্য
স্বপ্ন থেকেই মন শান্ত বা অশান্ত।


অরণ্য নেই, কোথায় খুঁজব স্বপ্ন!
এমন প্রশ্ন হতে পারে সকলের
করি কী করিনা, ইচ্ছা তো আমাদের
তবে চাই শুধু স্বপ যা হবে রত্ন।


এখানে ওখানে শত শত বাগানে
তুলতে পারিনা স্বপ্ন সেখান থেকে
তুললেই হয় ফুলের সুবাস মেখে
তোলার উপায়, সেটাই তো নেই জ্ঞানে।


যা দেখা যায়, সেখানেই আছে স্বপ্ন
আর ভাবনাতে স্বপ্নের ছড়াছড়ি
তবুও স্বপ্ন পেয়ে হই না তো ধন্য
না চেয়েই পাওয়া, আনন্দে গড়াগড়ি।


স্বপ্ন পেয়ে কি সাকার করার চেষ্টা!
সব না হলেও, দু-একটা পায় গুরুত্ব
এই গুরুত্বে সকলেই আছে যুক্ত
সাকার হওয়ার পরেই মেটে তেষ্টা।


আসছে ভরছে, আবার খালি হচ্ছে
কিন্তু কখনো মন হয় না তো শূন্য
মন স্বপ্নের নিশ্চিত এক অরণ্য
দিশাহীন এই অরণ্য ভাবাতে থাকছে।


স্বপ্ন গঠন কার কাজ হতে পারে!
এই দ্বায়িত্ব নিশ্চিত কেউ নেবে না
স্বপ্ন যে আসে বাধাহীন হয়ে জীবনে
স্বপ্ন আছেই ছড়িয়ে প্রতিটি শরীরে।


সুবীর সেনগুপ্ত