//স্বতন্ত্র, এই জীবনের গতি//

কম কম হতে থাকবেই গতি
সেই সাথে সাথে বদলাবে মতি
দোষ দিয়ে, বিদ্বেষ কার প্রতি!
দোষ-আরোপগুলো ভুল ভরা নীতি।

জীবন আরম্ভ শূন্য গতিতে
জীবন এগোবে গতি বৃদ্ধিতে
এগোনোর শ্রেয় নিজ নিজ পাতে
গতির লাগাম, নেই কোনো হাতে।

জীবন হয় না চার চাকা গাড়ী
বানিয়ে নিয়েছি গাড়ী রকমারি
জীবন যন্ত্রে বাঁধা আছে নারী
এই যন্ত্রের হয় না তো চুরি।

জীবন চলবে সরল রেখায়
কারণ, চলা যে এক এক পা'য়
না মানলে, এই বিধি হবে দায়
মানা বা না-মানা নিজ আঙিনায়।

যদি তালগোলে জড়াই জীবন
গতি থাকবে না নিজের মতন
কিন্তু গতির কাজ থামবে না
স্বতন্ত্র হয়ে গতি বিচরণ।

মনে হয় আমি স্পষ্ট বুঝেছি
জীবন গতির মানেও মেনেছি
ধীরে ধীরে গতি কৃশকায় হবে
ধরবে শূন্য, সেটাও জেনেছি।

সুবীর সেনগুপ্ত