নেয় নি যে কেউ, তাই তো একলা
নিতে চেয়েছিল, পায় নি কাউকে
তবুও চলছে, জীবন যায় নি থমকে|


থাকতেই হবে সাথীর স্পর্শ
তাহলেই চলা অর্থবহুল
এ কথায় খুঁজে, পাওয়া যায় নাকি ভুল!


সে তো ডাক দেয়, তাকে কেউ ডাকে
কিছু কথা হয় আদান প্রদান
তাও তো অভাবে, থাকেও সাথীর স্থান|


সেই দিন ছিল, সাথীর অভাব
স্বাধীন জীবন, শুরুর সময়ে
আজ সে অভাব, চিরতরে গেছে হারিয়ে|


সাথী আর কথা, দুটোই কি চাই!
সাথী থাকলেই, পাওয়া যায় কথা
বিনা সাথীতেও, কথার অনেক দাতা|


সাথীর অভাব, হয়নি তো সাগ্রহে
সেরকম সাথী, পায়নি জীবনে
না পাওয়ার দুখ, রাখেনি সে অভিমানে|


যাঁরা এনেছিল, তাকে পৃথিবীতে
তাঁরা আজ, স্বর্গের আঙিনায়
সহজ সাথী, ও কথাও দিয়েছে বিদায়|


অতি উত্তম, থাকলেই সাথী
আর না থাকলে, সেটা কি অধম!
দুটোতেই, হতে পারে এ জীবন অনুপম|


সাথী সুন্দর, হোক পরার্থপর
তার এই চাওয়ায় এসেছিল বাধা
তার কাছে সাথী, তাই তো হয়েছে ধাঁধাঁ|


তার সাথী নেই, তোমার মতন
আছে তো অনেক, অচেতন সাথী
সেগুলো নিয়েই, ব্যস্ত সে দিবারাতি|


থাকতে হবেই সাথীর স্পর্শ!!!!!!!!!!!!!