//তিরস্কার কী ন্যায্য!//


শুনতে পেলাম তিরস্কারের শব্দ
কথাগুলো কার জন্য যে বলা
শোনার পর কী কানেদেব তালা!
বিরোধিতা করে করব কী তাঁকে জব্দ!


তিরস্কারের কার আছে নাকি অধিকার!
যে কথা বলতে পারে, তাঁর আছে
যে মন ভুলের আনাচে কানাচে
তিরস্কারের বাহানা খোঁজার দায় তাঁর।


ভুল কী শুধুই তিরস্কারের কারণ!
কারণ কী নয় মনে ভরা রাগ!
ক্ষতির একটা দগদগে দাগ
কিংবা অসংগতিতেই ভরা মন।


তিরস্কার আর ভর্ৎসনা এক দলে
ভাবব কী সেই দলে গালাগালি!
এসব করে কী মুখে চুনকালি!
ভাবনাতে ভাব উঠছেই দুলে দুলে।


কুবচন হতে পারে কী তিরস্কার!
কোথাও একটা আছে তো ফারাক
সাথে যেতে যেতে এসে যায় বাঁক
শান্ত মনের কুকথাগুলোর নেই ধার।


তিরস্কার কী কখনো হবেই ন্যায্য!
বোধহয় হবেনা, আমার ধারণা
আমি ভুল নাকি! মনে তো হয়না
তিরস্কার নয়, শুধু হোক সাহায্য।


তিরস্কারের অনেক অনেক কারণ
কারণ থাকলে, পাবে নাকি অনুমতি!
তিরস্কারের বৈধতাতেই প্রশ্ন
বৈধ ভেবে কী কেউ নিয়ে নেবে ক্ষতি!


গুরুতর ভুল হয়ে তো যেতেই পারে
হলেও তা হয় ন-মাসে ছ-মাসে একবার
ভুলের মাশুল তিরস্কার নয়, শাস্তি
প্রকৃত শাস্তি করবে ভুলের প্রতিকার।


সুবীর সেনগুপ্ত