বিষ্মিত চোখে চেয়ে চেয়ে দেখি
তুমি এঁকে যাও ভাবে ভরা ছবি


দীর্ঘ কথার উঁচু নীচু তান
তোমার ছবিতে নিয়ে নেয় স্থান


নিঃস্ব মনের ব্যাকুল বাসনা
তুলি দিয়ে টেনে যাও একটানা


অবোধের বোধ কি ভাবে যে ফোটে!
মানা না মানার হাসি রঙে ছোটে
|
দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকাতেই মন
টিক টিক টিক সরে যায় ক্ষণ


মুখে ভাবনার ছাপ তো আছেই
যন্ত্রের মত হাত চলছেই


রঙ এর বন্যা ক্যানভাস জুড়ে
মিলে মিশে রঙ নাচে তালে সুরে


এক ক্যানভাসে ভোরের আকাশ
রাঙিয়ে দিচ্ছে মাঠ ভরা ঘাস


পাশে ক্যানভাসে গোধূলির রূপ
তাও লালে ভরা ভিন্ন স্বরূপ


আমি চেয়ে চেয়ে পরিশ্রান্ত
তুমি এঁকে যাও, হও না ক্ষান্ত


তোমার ভাবের উৎস কোথায়!
খালি হেসে যায়, জবাব হারায়


তোমার কাজের কি আর সাধন!
ক্যানভাস, রঙ, তুলি, সাধারণ


আর এক সাধন, সে তো আড়ালেই
সে তোমার মন, সন্দেহ নেই


তুমি ভাব আঁকো, আঁকো কল্পনা
আঁকো রকমারি খুশী ও বেদনা


তুমি তো তোমার মনটাকে আঁকো
এঁকে এঁকে ভাবনাকে বেঁধে রাখো
|
কত আঁকো তার মানেই বুঝিনা
বোঝালেই বুঝি মনের ঠিকানা


তোমার সৃষ্টি যেমন রেখায়
তেমনি রঙেও ভাব খুলে যায়


তুলি আর রঙে সঁপেছ জীবন
আনমনা হয়ে আঁকো ত্রিভুবন


তোমার সৃষ্টি লাগে নাকি কাজে!
লাগে বলেই তো দাম দিয়ে সাজে