বাড়ছে, বাড়বে, থামবে না এই বৃদ্ধি
এই বৃদ্ধিতে, সকলের অবদান
চলতে থাকবে, না চেয়েও অভিযান|


বাড়বে এ দেশে, বিদেশের কোণে কোণে
চাইছে সবাই, তাই নেই অবসান
ভুবনের বুকে, এই বৃদ্ধিরই মান|


ভূখণ্ড ভাগ, করে করে কত দেশ
তুলনা করছি, বৃদ্ধির অনুপাত
বৃদ্ধি ছুটছে, ছাড়িয়ে সবার ছাদ|


এই বৃদ্ধিতে, আছে সুখ আর তৃপ্তি
কাকে দেবে বাদ, এই তৃপ্তির থেকে!
বৃদ্ধি এগোবে, তৃপ্তি আর সুখ মেখে|


কেন এ বৃদ্ধি! বলাই হবে বাহুল্য
এই বৃদ্ধি যে, প্রাণেরই সঞ্চালন
প্রাণ মানেই তো, মানুষের আগমন|


বৃদ্ধি হচ্ছে, হচ্ছেও হ্রাস, নয় কি!
তা তো নিশ্চয়ই, মেনেও নেবে জনতা
মানবেই শুধু, থামানোর নেই ক্ষমতা|


বৃদ্ধির হার, হ্রাস থেকে বেশী হয়েছে
তাই তো বৃদ্ধি, ওড়ায় বিজয় পতাকা
চলে সোজা পথে, কিংবা পথটা বাঁকা|


কারও অবদান, বৃদ্ধিতে নয় বেশী
ব্যাস এক দুই, সবাই করছে যোগ
বৃদ্ধিতে তবে, আছে সকলের ঝোঁক|


সংখ্যাতত্বে, মানুষের প্রাণ বাড়ছে
অন্য প্রাণ কি, বাড়ছে সেই রকম!
বৃদ্ধির হার, সেখানে কি কিছু কম!


এই ভূখণ্ডে, কত যে মানুষ থাকবে!
সে হিসেব নিয়ে, জল্পনা কল্পনা
সে সব তথ্যে কার মাথাব্যথা, জানি না|


প্রকৃতির দেয় না, এই বৃদ্ধিতে সায়
ঝটিকা,  প্লাবন, আনেও ভূকম্পন
কিছু মৃতদেহ, বদলায় না তো মন|


যে পরিস্থিতি আজকে ধরার মাটিতে
পরিকল্পনা দিয়ে থামবে না বৃদ্ধি
কি করে যে, পাওয়া যাবে এই কাজে সিদ্ধি!


মানুষও আনতে পারে এই কাজে ফল
দরকার শুধু নিরহংকার স্বার্থত্যাগ
নিজের খুশীতে, কে বসাবে বলো ভাগ!


তৃপ্তি আর সুখ আছে বলেই তো বৃদ্ধি