অভিশাপ দিয়ে বাঁধতে চাইনি
ঢাকতে চাইনি অপমান দিয়ে
বলিনি কথাও অনুমান করে
উঠিনি নকল সিঁড়ি বেয়ে বেয়ে|


নিষ্ঠার সাথে ধকল সহেছি
ছড়িয়ে দিয়েছি সরল ভাবনা
জাবনা কাটতে চায় নি এ মন
তুচ্ছ কাজেই করেছি সাধনা|


অভিমান করে প্রেমকে চাইনি
ধেয়েও যায়নি ভালবাসা পানে
ভাসা ভাসা জ্ঞান জানাতে চাইনি
সব কর্মের খুঁজেছিও মানে|


আকাশের পানে তাকিয়ে থাকিনি
দেখাতে চাইনি ভাবুক এ মন
যা দেখেছি তাতে ধরেছি সমতা
সব ভাবনাকে করেছি আপন|


অগুণিত তারা গুনতে যাইনি
জানতে চেয়েছি যা যা জানা যায়
বাঁচার মূল্যায়ন তো করেছি
যাতে এই মন দেয় নি তো সায়


অবিরাম সুখে ডুবতে চাইনি
চাইনি করতে দুখ অবসান
এই ক্ষণটাকে আঁকড়ে ধরেছি
যা পেয়েছি তাতে ভরেছি পরান|


বাঁচার সঙ্গে লড়াই করিনি
কাজকে দিয়েছি খুব গুরুত্ব
অকৃতকার্য অনেক হয়েছি
হতেও দিইনি হাসিকে লুপ্ত|


দয়া শব্দকে মানতে পারিনি
দয়া করে কিছু কাউকে দিইনি
নিজেই নিজের মূল্য ধারাতে
সঁপেছি জীবন, তৃপ্তি ছাড়িনি|