//উচিৎ প্রশ্ন, উচিৎ জবাব//


যে প্রশ্নের হয় না জবাব
বানিয়েই দিতে হয় উত্তর
জবাব না দিয়ে থাকাই উচিৎ নীরব...
জবাব খুঁজুক প্রশ্নকর্তা
নিক সহজেই এই স্বাধীনতা
আর যদি চায়, হতেও পারে সরব।


প্রথমে প্রশ্ন, পরে উত্তর
হয়না কখনো পিছনে সদর
তবে কেন কেউ খুঁজবে জবাব আগে!
কথার পিছনে কথা এসে থাকে
নাহলে কথাও পঠনের ফাঁকে
এ ছাড়াও চলে যেতে পারে অনুরাগে।


কেউ একজন করবেই শুরু
বিদ্যুৎ হলে মেঘ গুরুগুরু
নতুবা শুনব উলট পালট গান...
প্রশ্ন করার থাকে অধিকার
ঠিক অধিকার খুলবেই দ্বার
প্রকৃত জবাবে গড়েও উঠবে তান।


যে প্রশ্নের হয় না কদর
সেটার জবাব অকার্যকর
কিংবা জবাব গোপন রাখাই ভালো...
কাউকে অসুবিধায় ফেলতে
এমন প্রশ্ন এসে যায় পাতে
প্রশ্নগুলোও জ্বালাতে পারে না আলো।


প্রশ্ন করছি আমরা সবাই
উত্তর পাব আশা থাকবেই
সব প্রশ্নের জবাব কি পাই আমরা!
সব প্রশ্নের জবাব আসে না
পরিস্থিতিতে তাই হয় মানা
উত্তরহীন প্রশ্ন কখনো থামে না।


সুবীর সেনগুপ্ত