ভালবাসা যখন উকি মারে
মনের বন্ধ জানালা থেকে,
কোথাও থেকে যেন  এক অজানা
অভিমানি হাওয়া মনকে ছুঁয়ে দিয়ে যায়।


কখনো তার কাজল টানা চোখ,
কখনো বা কানের পাশের চুলের গোছা,
কখনো আবার পায়ের নুপুর,
কতই না অভিমান দেখিয়ে যায়।


"হাতের মেহেন্দিতে তোর নাম লিখেছি"-
শুনলেই মনটা যেন এক অদ্ভুত
রকম ভাবে অভিমানি হয়ে ওঠে,
যেন ভালবাসার চরম সাগরে ডুবিয়ে নিয়ে যায়।


তবে সবার উপরে থাকে
তোর সাথে ঝগড়া করার অভিমান,
কথা না বলে একটা পুরো দিন কাটানো
যেন বছরের পর বছরের অনুভুতি দিয়ে যায়।


"আমার সাথে কথা বলবি না"-
বলে জোরিয়ে ধরে কাঁদা,
কাঁধে মাথা রেখে আকাশ দেখা,
হাতে হাত ধরে হারিয়ে যাবার অভিমান
যে বোঝেনি সে তো প্রেমিক নয়,
তাকে অপ্রেমিক বলাই যায়।


বাকি থেকে যায় তোকে হারানোর অভিমান?
সেটা আমার ছিলো,আমারই থাক,
তোর কাছে ভালবাসা ভুল হতেই পারে,
আমার কাছে সেটা ভালবাসাই থেকে যায়।