আজ বাইশটি বছর হয়েছে সাড়া,
     হারিয়েছি তোমায় আমি,
জানিনা কোন আকাশের কোলে শিশু হয়ে
               ঘুমিয়ে রয়েছ তুমি।


দেখ!তোমার লাগান সেই শিউলি চারাটা
  আজ হয়েছে কত্ত বড়,
আমাকে দেখলেই যেন সে বলে
" আমার হাতটা ধর না একটু,হাতটা একটু ধর।"


সকাল বেলায় যখন আমি হাটি,দেখি
সে পথে বিছিয়ে রেখেছে ফুলের সারি,
যেন মুখ ফুলিয়ে সে বলছে আমায়
"যদি না ছুঁয়েছ, নেব কিন্তু আড়ি।"


যখন আমি দিনের শেষে ক্লান্ত হয়ে
   গাছের কোলে মাথা রাখি,
আলতো করে ডালটা ছুঁয়ে যেন সে বলে আমায়
"অনেক হয়েছে,এবার একটু ঘুমাও দেখি!"


মাঝে মাঝে ভাবি
"আচ্ছা এটাকি তুমি?"


এত ভালবাসা যে সইবে নাগো!!
ঠিক তাই,গাছটি হঠাত গেল মরে,
হায়রে আবার তুমি আমায় দিলে
                  হৃদয়শূণ্য করে!