দিগন্তরেখা যেখানে শেষ ,যেখানে আবার রাত্রি শুরু
বার্মুডা ট্রায়েঙ্গল ....অথবা আন্ট্রাকটিকা মহাসাগরে
ডুবন্ত হিমশৈল .......কে জানত বলো
টাইটানিকও তলিয়ে যাবে একদিন ?
ঠিক যে ভাবে সম্পর্কগুলো কাগজের নৌকায় ।
ভালোবাসার লাশ কাধে মোমবাতি মিছিল
সিগারেটের ধোয়ায় রোজ পুড়ছে ফুসফুস
.....আর ছন্দ হারা পথিকের মস্তিষ্ক বিকল .....ডিপ্রেশন ।
“ভালো তোমায় বাসতেই হবে.....আমি সেটা বলছি না
শুধু পাসে থেকো একটু .......।“
নাহ ....চলতে চলতে ঠিকানাহীন ..তারপর
অভিমান জমতে জমতে একদিন হিমালয়
একটাই গান গাইতে থাকে
“আমাকে আমার মতো থাকতে দাও “
যদিও খুব প্রয়োজন তোমার ....এখনো অনেকটা
পথ চলতে বাকি .....,
আয়না যায় ভেঙে ......মনের ।
তারপর ....দু একটা শব্দ আবিষ্কার হৃদয়ের
অন্তঃপ্রকোষ্ঠে ......ভুল গুলো হয়তো শুধরে নেওয়া যেত
দুরত্বটা আজও তাই বর্তমান ....চলতে চলতে
দু জনের দুটি পথ ....ঠিকানাহীন ...ঠিকানায়।