ভাবছি তোমার উপগ্রহ হবো ,ঘুরবো তোমার কক্ষপথ জুড়ে ,
ব্যাস-ব্যাসার্ধের অঙ্ক গুলো সব মিলিয়ে নেবো, উপপাদ্য করে।।


ভাবছি এবার কিনবো সময় ঠিক, তোমার জন্য কাঠ গোলাপ আর জুঁই ,
যেই  ভুলেছি রোজের বাজার খরচ ,সামলে নিবি তুই !


ভাবছি এবার মানুষের ভিড়েই  কিনবো আলো।
আমিও দেখিয়ে দেবো  ,কিভাবে বাসতে হয় ভালো।।


ভাবছি তোমার উপগ্রহ হবো, যেমন পৃথিবীর একটা চাঁদ,
কল্পনার সব রংই ফিকে ,প্লিজ সামলে নিও,জাপটে ধরো হাত।।