বরুণার বুক ভরা এত ভালবাসা!
বসন্তে বর্ণিল বরুণা বর্ষায় উছলায়,
গ্রীষ্মের অনল হয়ে দাগায় পোড়ায়।
শরতের কাশফুল যেন বরুণার ভাষা।

বরুণার অমৃত বচন হৃদয় ভরায়
হেমন্তের হ্রস্ব দিনের মত হঠাৎ হারায়।
শীতের কাঁপন থামায় উষ্ণ ভালবাসায়।
কাঙাল হৃদয়গুলো তাই তার পানে চায়।


বরুণার বুক ভরা এত ভালবাসা!
অকাতরে দিয়ে যায় স্নেহ, প্রেম, আশা।  


ঢাকা
০৭ মার্চ ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।