সুখ নেই, শান্তি নেই।  
কাঙ্খিত কিছু পেলেও নেই, না পেলেও নেই।
যার যার চোখ, তার তার অশ্রুর আধার,
কেউ চাইলেও হতে পারেনা এর অংশীদার।  


জানিনা,
আমি আসলে কিছুই জানিনা!
আজ যেটা সত্য বলে জ্ঞান করি,
কালই সেটা মিথ্যে বলে প্রমাণিত হয়।

চিরসত্য, চিরস্থায়ী যিনি,
তিনিই সকল জ্ঞানের উৎস, আধার।
জলে, স্থলে, অন্তরীক্ষে-
সকল জ্ঞান ও গতি তাঁরই হুকুম বরদার।
  


ঢাকা
২৯ নভেম্বর ২১০৭
সর্বস্বত্ব সংরক্ষিত।