কান্না হাসির এই যে খেলা,
দিনের বেলা, রাতের বেলা,
বাসি ফুলে, গভীর জলে
হারিয়ে যাওয়া অতল তলে।


সিঁড়ির ধাপে মন উচাটন,
নেই হাসি নেই কান্না তেমন।
পড়া গল্প আবার পড়া,
অবশেষে ঘুমিয়ে পড়া।


বিচিত্র এই মনের খেয়াল,
মন জানেনা কিসে মাতাল,
হাসায় কাঁদায়, ঘুমও পাড়ায়,
ঘুমের মাঝেও স্বপ্ন দেখায়।


পাদটীকাঃ কবি জোহরা উম্মে হাসান এর "সিঁড়ির শেষ ধাপ" নামের কবিতাটি পড়ে মনের তাৎক্ষণিক অনুভূতিগুলো এভাবেই লিখে ফেলেছিলাম।


ঢাকা
১১ জুলাই ২০১৩।
সর্বস্বত্ব সংরক্ষিত।