দূরের একটা পাখি কাছে চলে এসে,
কৃষ্ণচূড়ার ঐ উঁচু ডালে বসে।
মনের সুখেতে পাখি গান গেয়ে যায়।
পাখিটাকে দেখে শিশু কান্না থামায়।


পাখিটার গাত্র ছিল হলুদ বরন,
ঠিক যেন শিশুটার দিদি'র মতন।
লেজের পুচ্ছে ছিলো নীলের ছোঁয়া,
যেমন নীল হয় আকাশের চাঁদোয়া।


গান শুনে শুনে শিশু দ্রুত ঘুম যায়,
মাঝে মাঝে চোখ খুলে পিটপিট চায়।
হঠাৎ পাখিটা যখন চলে গেল উড়ে,
শিশুর কারণে তখন দিদি সুর ধরে।


ঢাকা
২২ সেপ্টেম্বর ২০১৪